CR7 নামে পরিচিত পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তূগালের মাদেইরার ফঞ্চাল শহরে জন্মগ্রহন করেন। ক্রিশ্চিয়ান রোনালদোর পুরো নাম- ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরে। ৬ ফুট এর একটু বেশি উচ্চতার এই খেলোয়াড় পর্তুগাল জাতীয় দলের হয়ে ফুটবল খেলেন। ৩৯ বছর বয়সী এই ফুটবলার এক বছরে আয় করেন ২৬ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকা ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি। জানা যায় শুধু ফুটবল থেকেই তিনি ৪০০ মিলিয়ন ইউরো উপার্জন করেন। আজকের আর্টিকেলে ক্রিশ্চিয়ান রোনালদো সর্বমোট গোল সংখ্যা এবং শরীরের কোন-কোন অঙ্গ দিয়ে গোল করেছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ান রোনালদো সর্বমোট গোল সংখ্যা
২০০৩ সালের আগস্ট মাসে মাত্র ১৬ বছর বয়সে কাজাখিস্তানের বিপক্ষ ম্যাচ দিয়ে পর্তুগাল জাতীয় দলের হয়ে অভিষেক হয় ক্রিশ্চিয়ান রোনালদোর। অভিষেক ম্যাচেই জ্বলে উঠেছিলেন রোনালদো। আন্তর্জাতিক ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড।
৫ বার ব্যালন ডি আর এবং ৪ বার গোল্ডেন বুট অর্জনের মতো বড়-বড় সব অর্জন রয়েছে এই পর্তূগীজ খেলোয়াড়ের। ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর ঝুলিতে, যা আর কোনো খেলোয়াড় করতে পারেনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন অবধি ২১৬ টি ম্যাচ খেলে গোল করেছেন ১৩৩ টি।
বছর | সর্বমোট ম্যাচ সংখ্যা | সর্বমোট গোল সংখ্যা |
২০০৩ | ০২ | ০ |
২০০৪ | ১৬ | ০৭ |
২০০৫ | ১১ | ০২ |
২০০৬ | ১৪ | ০৬ |
২০০৭ | ১০ | ০৫ |
২০০৮ | ০৮ | ০১ |
২০০৯ | ০৭ | ০১ |
২০১০ | ১১ | ০৩ |
২০১১ | ০৮ | ০৭ |
২০১২ | ১৩ | ০৫ |
২০১৩ | ০৯ | ১০ |
২০১৪ | ০৯ | ০৫ |
২০১৫ | ০৫ | ০৩ |
২০১৬ | ১৩ | ১৩ |
২০১৭ | ১১ | ১১ |
২০১৮ | ০৭ | ০৬ |
২০১৯ | ১০ | ১৪ |
২০২০ | ০৬ | ০৩ |
২০২১ | ১৪ | ১৩ |
২০২২ | ১২ | ০৩ |
২০২৩ | ০৯ | ১০ |
২০২৪ | ১১ | ০৫ |
সর্বমোট | ২১৬ | ১৩৩ |
স্পোর্টিং সিপির হয়ে ক্রিশ্চিয়ান রোনালদোর গোল পরিসংখ্যান
১৯৯৭ সালে রোনালদো পর্তুগিজ ক্লাব ‘স্পোর্টিং সিপি’র সাথে ফুটবল চুক্তিবদ্ধ হোন। এবং বাচ্চা থাকার কারণে খেলা শুরু করতে কয়েকবছর সময় লেগে যায়। পরবর্তীতে ২০০২ সালে ৮ বছর বয়স হলে সিপি ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। এবং সিপি ক্লাবের হাত ধরেই রোনালদো তার প্রাপ্তবয়স্ক ক্লাব কর্মজীবন শুরু করেন।
বছর | সর্বমোট ম্যাচ সংখ্যা | সর্বমোট গোল সংখ্যা |
২০০২/০৩ | ৩১ | ০৫ |
সর্বমোট | ৩১ | ০৫ |
রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ান রোনালদোর গোল পরিসংখ্যান
২০০৯ সালে ক্রিশ্চিয়ান রোনালদোকে জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ৮০ মিলিয়নের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাদের ক্লাবে নিয়ে আসে, যার ফলে রোনালদো সেইসময় ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড়ের সম্মান পান। রিয়াল মাদ্রিদে আসার পরে ২০০৯ সালে রোনালদো সেরা গোলের জন্য প্রথম পুস্কাস অ্যাওয়ার্ড জেতেন।
মাদ্রিদের হয়ে তিনি মোট ১৫টি শিরোপা জিতেছেন। তন্মধ্যে রয়েছে দুটি লা লিগা শিরোপা, দুটি কোপা দেল রে, ও চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এবং এই জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে এখন অবধি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ান রোনালদো।
বছর | সর্বমোট ম্যাচ সংখ্যা | সর্বমোট গোল সংখ্যা |
২০০৯/১০ | ৩৫ | ৩৩ |
২০১০/১১ | ৫৪ | ৫৩ |
২০১১/১২ | ৫৫ | ৬০ |
২০১২/১৩ | ৫৫ | ৫৫ |
২০১৩/১৪ | ৪৭ | ৫১ |
২০১৪/১৫ | ৫৪ | ৬১ |
২০১৫/১৬ | ৪৮ | ৫১ |
২০১৬/১৭ | ৪৬ | ৪২ |
২০১৭/১৮ | ৪৪ | ৪৪ |
সর্বমোট | ৪৩৮ | ৪৫০ |
জুভেন্টাসের হয়ে ক্রিশ্চিয়ান রোনালদোর গোল পরিসংখ্যান
১১৭ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০১৮ সালে ক্রিশ্চিয়ান রোনালদো ইতালিয় ক্লাব জুভেন্টাসের সাথে চুক্তিবদ্ধ হোন। ১১৭ মিলিয়ন ডলার, যা ছিলো ইতালীয় ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক।
বছর | সর্বমোট ম্যাচ সংখ্যা | সর্বমোট গোল সংখ্যা |
২০১৮/১৯ | ৪৩ | ২৮ |
২০১৯/২০ | ৪৬ | ৩৭ |
২০২০/২১ | ৪৪ | ৩৬ |
২০২১/২২ | ০১ | ০ |
সর্বমোট | ১৩৪ | ১০১ |
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ান রোনালদোর গোল পরিসংখ্যান
২০০২ সালে সিপি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার সময় ম্যাচেস্টার ইউনাইটেড এর ম্যানেজারের চোখে পড়েন রোনালদো। ২০০৩ সালে বেশ ভালো অংকের এমাউন্ট এর বিনিময়ে রোনালদো কে নিজেদের দলভুক্ত করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। পরের বছরই (২০০৪ সাল) ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে প্রথম শিরোপা জয় করেন ক্রিস্টিয়ান রোনালদো।
বছর | সর্বমোট ম্যাচ সংখ্যা | সর্বমোট গোল সংখ্যা |
২০০৩/০৪ | ৪০ | ০৬ |
২০০৪/০৫ | ৫০ | ০৯ |
২০০৫/০৬ | ৪৭ | ১৭ |
২০০৬/০৭ | ৫৩ | ২৩ |
২০০৭/০৮ | ৪৯ | ৪২ |
২০০৮/০৯ | ৫৩ | ৪৬ |
২০২১/২২ | ০ | ০ |
সর্বমোট | ২৯২ | ১৪৫ |

আল নাসর ক্লাবের হয়ে ক্রিশ্চিয়ান রোনালদোর গোল পরিসংখ্যান
২০২৩ সালে ক্রিশ্চিয়ান রোনালদো সৌদি ক্লাব আল নাসর এ যোগ দেন। এবং বর্তমানে আল নাসর ক্লাবের হয়ে মাঠ কাঁপাচ্ছেন রোনালদো। আল নাসর ক্লাবের হয়ে এখন অবধি ৭৯ টি ম্যাচ খেলে ৬৮ টি গোল করেছেন রোনালদো।
সর্বমোট ম্যাচ সংখ্যা | ৭৯ |
সর্বমোট গোল সংখ্যা | ৬৮ |
ক্রিশ্চিয়ান রোনালদোর সর্বমোট গোল সংখ্যা
পর্তূগাল ফুটবল জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ান রোনালদো মাত্র তিন বছর বয়স থেকেই ফুটবল খেলা শুরু করেন। পর্তুগালকে তিনি বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। খুবই নম্র, ভদ্র খেলোয়াড় রোনালদো।
খেলাধুলার পাশাপাশি সুন্দর মনের অধিকারী হওয়ায় দিনে দিনে ফ্যান ফ্লোয়ারের সংখ্যা বেড়েই চলেছে! তবে আমরা অনেকেই রোনালদোর সর্বমোট গোল সংখ্যা কত তা জানিনা! ক্রিশ্চিয়ান রোনালদো জাতীয় দল এবং ক্লাব মিলিয়ে সর্বমোট কতটি গোল করেছে তার সঠিক হিসাব চলুন জেনে আসি..
দলের নাম | সর্বমোট ম্যাচ সংখ্যা | সর্বমোট গোল সংখ্যা |
পর্তুগাল (জাতীয় দল) | ২১৬ | ১৩৩ |
স্পোর্টিং সিপি | ৩১ | ০৫ |
রিয়াল মাদ্রিদ | ৪৩৮ | ৪৫৫ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ২৯২ | ১৪৫ |
জুভেন্টাস | ১৩৪ | ১০১ |
আল নাসর | ৭৯ | ৬৮ |
সর্বমোট | ১১৯০ | ৯০৭ |
শরীরের কোন অঙ্গে কত গোল
রোনালদো মূলত ডান পায়ের ফুটবলার হিসেবে পরিচিত। ফলে ডান পায়ে তিনি সবচেয়ে বেশি গোল করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। ডান পায়ে তাঁর গোল ৫৭৪টি। তবে বাঁ পায়েও কম যান না পর্তুগিজ মহাতারকা। অপেক্ষাকৃত দুর্বল পায়ে রোনালদোর গোল ১৭৩টি। তৃতীয় সর্বোচ্চ গোল হেডে। মাথার স্পর্শে রোনালদোর গোল ১৫১টি।
- ডান পায়ে- ৫৭৪
- বাম পায়ে- ১৭৩
- হেডে- ১৫১
- ডান উরু- ১
- বাম কনুই- ১
ক্রিশ্চিয়ান রোনালদোর যতসব রেকর্ড
রোনালদো একজন পর্তূগীজ খেলোয়াড়। তার খেলার মুগ্ধতা ছড়িয়েছে পুরো ফুটবল বিশ্বে। খেলার মাধ্যমে প্রায় অর্ধ শতক অর্জন রয়েছে রোনালদোর। চলুন রোনালদোর রেকর্ড বা অর্জনগুলো সম্পর্কে জেনে আসি..
- ৩ বার সেরা ফিফা পুরুষ খেলোয়াড়।
- ৫ বার ব্যালন ডি আর বিজয়ী।
- ১৩ বার বর্ষসেরা ফুটবল খেলোয়াড়।
- ৪ বার উয়েফা ইউরোপের সেরা খেলোয়াড়।
- ৪ বার গোল্ডেন বুট বিজয়ী।
- ১ বার ইউরোপীয় চ্যাম্পিয়ন।
- ১ বার ফিফা পুস্কাস পুরষ্কার।
- ২০ বার সর্বোচ্চ গোলদাতা।
- ৯ বার বর্ষসেরা খেলোয়াড়।
- ৪ বার ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী।
- ৩ বার টি-এম প্লেয়ার অফ দ্যা সিজন।
- ৫ বার চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী।
- ২ বার ইতালিয়ান চ্যাম্পিয়ন।
- ৩ বার ইংলিশ চ্যাম্পিয়ন।
- ২ বার স্প্যানিশ চ্যাম্পিয়ন।
- ২ বার স্প্যানিশ কাপ বিজয়ী।
- ৩ বার উয়েফা সুপার কাপ বিজয়ী।
- ১ বার উয়েফা নেশন লীগ বিজয়ী।
- ১ বার ইংলিশ এফ এ কাপ বিজয়ী।
- ২ বার ইংলিশ লীগ কাপ বিজয়ী।
- ১ বার ইতালিয়ান কাপ বিজয়ী।
- ২ বার ইতালিয়ান সুপার কাপ বিজয়ী।
- ২ বার স্প্যানিশ সুপার কাপ বিজয়ী।
- ১ বার পর্তূগিজ সুপার কাপ বিজয়ী।
- ১ বার ইংলিশ সুপার কাপ বিজয়ী।
মানব সেবার কাজে ক্রিশ্চিয়ান রোনালদোর আত্মত্যাগ
ক্যাথলিক ধর্মের অনুসারী ক্রিশ্চিয়ান রোনালদো মানব সেবার কাজে নিয়োজিত থাকতে বেশ সাচ্ছন্দ্যবোধ করেন। মানুষের ব্যথায় তিনি ব্যথিত হোন। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি নিজের অর্জিত সম্পদও দান করে দেন। চলুম মানব সেবার কাজে রোনালদোর কিছু আত্মত্যাগ সম্পর্কে জেনে আসি…
- ২০১১ সালে জয় করা সোনার বুট ফিলিস্তিনের দরিদ্র শিশুদের জন্য নিলামে বিক্রি করে দিয়েছিলেন।
- তিনি ইসরায়েলের ফুটবলারদের সাথে জার্সি বদল করেননি, কারণ তিনি নির্যাতন পছন্দ করেননা।
- নোপলে ভুমিকম্পে নেপালকে সহযোগিতা করতে চান। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী তা নিতে অস্বীকৃতি জানালে তিনি একটা সংস্থার মাধ্যমে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য পাঠান।
- বিশ্বের অসংখ্য ক্যান্সার হাসপাতালের খরচ বহন করেন রোনালদো।
এরকম অসংখ্য সব ভালো ভালো কাজ করেন এই পর্তূগিজ খেলোয়াড়। এসব কারনে সর্বস্তরের ফুটবল ভক্তরা ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেক ভালোবাসে।
আরো পড়ুন: জাতীয় দল ও ক্লাব মিলিয়ে লিওনেল মেসির সর্বমোট গোল সংখ্যা
চতুর্থবারের মতো বেশি ইনকাম করা খেলোয়াড়ের তালিকায় নাম উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ৩৯ বছর বয়সী এই ফুটবলার এক বছরে আয় করেন ২৬ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকা ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি।
তো এই ছিলো ক্রিশ্চিয়ান রোনালদো সর্বমোট গোল সংখ্যা এবং শরীরের কোন-কোন অঙ্গ দিয়ে গোল করেছেন তা নিয়ে বিষদ আলোচনা। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “ক্রিশ্চিয়ান রোনালদো সর্বমোট গোল সংখ্যা এবং শরীরের কোন-কোন অঙ্গ দিয়ে গোল করেছেন”